February 9, 2018, 12:13 AM, Hits: 660
হ-বাংলা নিউজ : যে ত্যাগ লক্ষ কোটি মানুষের মঙ্গলের জন্য, সে ত্যাগ কখনই বৃথা যেতে পারেনা। বাংলাদেশের মানুষের শান্তি ও সুখের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম জিয়ার ত্যাগ তাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য মাইল ফলক। বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য জিয়া পরিবার তথা বেগম জিয়া স্বামী, সন্তান হারা হয়েছেন। বাকশালের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি করাতে চাওয়ার কারনেই বেগম জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আঘাত পেতে হয়েছে বারবার। হতে হয়েছে মিথ্যা অপবাদের সম্মুখীন আর সাথে পেতে হয়েছে আওয়ামী হায়নাদের আদালতের আসামী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগনের মুক্তি, জনগনের বাক-স্বাধীনতা তথা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্যই লড়ছেন। আমি ডাঃ গোলাম সাজিদ রুবেল মনে করি, বেগম খালেদা জিয়ার এবার শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়া উচিৎ। বেগম জিয়ার মত এত ত্যাগী আর বলিষ্ঠ নেতৃত্ব এই পৃথিবীতে আরেকটি পাওয়া দুষ্কর...। ডাঃ গোলাম সাজিদ রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সুইডেন। তারিখঃ ৮ ফেব্রুয়ারী ২০১৮