BCIE এর উদ্যোগে ১৪ই এপ্রিল বৈশাখী মেলা ১৪২৫

April 9, 2018, 10:34 AM, Hits: 4893

BCIE এর উদ্যোগে ১৪ই এপ্রিল বৈশাখী মেলা ১৪২৫

মন্জুর অপু ,হ-বাংলা নিউজ, হলিউড থেকে: Bangladeshi Community of Inland Empire (BCIE) দিত্বীয় বারের মত তাদের বৈশাখী মেলা ১লা বৈশাখ ১৪২৫ , ১৪ই এপ্রিল ২০১৮ তে করতে যাছ্ছে , মেলাতে থাকছে নাচ ,গান , কবিতা সহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান । সেই সাথে থাকছে বিভিন্ন রকমের দেশীয় খাবার সহ , শাড়ী চুড়ি সহ নানা রকমের দেশীয় পন্যের দোকান ! উল্লেখ্য এবার এই মেলাতে Los Angeles এর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নতুন পরোজন্মের ছেলে মেয়েরা অংশ গ্রহন করছে , যাদের সবারই বংলা দ্বিতীয় ভাষা ! মেলাতে সবাইকেই আমন্ত্রণ  জানানো হয়েছে ! 

 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এ বিভাগের অন্যান্য সংবাদ