January 26, 2019, 12:44 PM, Hits: 744
খায়রুজ্জামান মামুন, হ-বাংলা নিউজ, হলিউড থেকে : Inland Empire Bangladeshi American Association "চন্দ্রবিন্দু" প্রতি বছরের মত এবারো অত্যন্ত জাকজমক পূর্ণভাবে আয়োজন করতে যাচ্ছে Valentine's Day Celebration. সানবার্নারডিনোর একটি মিডল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি। চলবে সন্ধা ৫টা থেকে রাত ১১টা পযর্ন্ত। এতে দেশীয় সংস্কৃতির নাচ, গান, কবিতা আবৃত্তি সহ লস অ্যাঞ্জেলস এর জন প্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন। এ ছাড়াও সামাজিক, সংস্কৃতি ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। আগামি ১৬ই ফেব্রুয়ারী রোজ শনিবার Curtis Middle School 1050 N DeL Rosa DR. San Bernardino,CA 92410 এই ঠিকানায় সবাইকে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানটি উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।