কবিতা
জাহাঙ্গীর বাবু
----------------------
সাবাস,সাবাস,সাবাস!
মহাসমারোহে প্রশ্ন ফাঁস।
ঝাড়ি ঝুড়িতে বৃদ্ধাঙ্গুলি
প্রশ্ন ফাঁসের চলছে হলি।
ফাঁস করে কে পরীক্ষার প্রশ্ন
প্রসাশন জানে না,ধরতে পারেনা!
প্রশ্ন ফাঁসের কেরামতি
আর কি কভু থামবে না।
মন্ত্রী মশাই জ্ঞানী ভারী
সচিব মশাই পন্ডিত
প্রশ্ন ফাঁসের জোচ্চুরিতে
নড়বড়ে শিক্ষার ভিত।
ভয়ঙ্কর ভবিষ্যত আসছে
সমাধানের পথ হচ্ছে বন্ধ,
চেতনা আর বাস্তবতা!
একুশের প্রেরনায় এসছিল স্বাধীনতা
ক্ষমতার লোভ মুছে দিল সার্বভৌমতা।
বছর ঘুরে আসে একুশে ফেব্রুয়ারী
নগ্ন পায়ে পুস্পার্ঘ অর্পন প্রভাত ফেরী।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি"।
......একুশের কবিতা কথা বলে, দেখা দেয়না
জাহাঙ্গীর বাবু
----------------------------
বছর ঘুরে আসে বই মেলা!
স্বপ্নেই যাই। বইয়ের স্পর্শ নেই।
শহীদ মিনারে কথা বলি
একাকী,রাতের নিস্তব্ধতায়।
আসাদ,রফিক,জব্বার,
সালাম,বরকত, রফিক
কথা বলে,দেখা দেয় না
শুধু প্রশ্ন আর প্রশ্ন।
যতোই বলি, আমি দায়ী নই
বায়ান্নতে আমার জন্ম হয়নি
একাত্তরের মুক্তি যুদ্ধ ও দেখিনি
জন্মেছি,স্বাধীন বাংলায়।
শহীদেরা বলে,
দায় এড়াতে পারোনা।
চেতনা আর বাস্তবতা!
জাহাঙ্গীর বাবু
--------------------------
মা,ক্ষমা করো, যদি পারো।
বাবা,কি দিয়ে শোধিব ঋন।
কবিতা গল্পে যতোই বলি
কভু কি শুধিবে ঋন?
মানুষ তোমরাই,আমানুষ আমি,
দূরে যাই,সরে যাই,দূরে থাকি,
বিশ্বাস করো,জানি বিশ্বাস করো,
যেখানেই থাকি,বুকের মাঝেই রাখি
স্বদেশে,বিদেশে দৌড়,ঝাঁপে মৃত্যু ভয়
খোদার পরে তোমাদের দোয়া'ই
আমার ভরসায় রয়।
এক দিকে পৃথিবী অন্য দিকে তোমরা
পৃথিবী করে বেইমানী,
পৃথিবী করে......
প্রবাসী বাবর আলী পেরেশান জুতা পলিশ ওয়ালা থেকে কামলা!
জাহাঙ্গীর বাবু
-----------------------------
জুতা পলিশ ওয়ালা থেকে কামলা!
প্রশ্ন করবনা তোমায়
হে আমার লাল সবুজের পতাকা
তুমি নিরপরাধ অপরাধী আমরা।
প্রবাসী আমরা
কেউ বলে জুতা পলিশ ওয়ালা
কেউ বলে কামলা।
ভিটে বাড়ি,জমি জিরাত, মায়ের গহনা
বিক্রি করে বন্ধক রেখে
স্ত্রী সন্তান প্রিয়জনের মায়া ছেড়ে
প্রবাসে পাড়ি দেই আমরা
কেউ বলে জুতা পলিশ ওয়ালা
কেউ বলে কামলা।
রেমিটেন্সের চাকা ঘুরছে
জাহাঙ্গীর বাবু
==================
শরীর যখন সুস্থ্য তন্দুরস্ত,থোড়াই কেয়ার করি
কে আল্লাহ,কে সৃষ্টিকর্তা,কে পয়গম্বর, কি ধর্ম,কে নবী,!
জন্ম হলে ধর্মীয় রীতি,বিয়ে সাদী,ঈদ,পুজা,বড়দিন
শেষ যাত্রার সৎকার,স্বীয় ধর্মের রীতি মানি।
শিশু বেলায় বাবা মায়ের হাত ধরে
মসজিদে মন্দিরে প্যাগোডায়,তীর্থ স্থানে ছুটি
বাবা মায়ের মুখে মুখে, সৃষ্টি কর্তার নাম জপি।
যৌবণ এলে দিশেহারা,কিসের ধর্ম, কিসের জাত,
মানব ধর্মের তকমায়,দ্রবনীয় মিশ্র ধর্ম আবিস্কার!ককটেল উৎপাত!
......কবি শিখর চৌধুরী
===================
স্বপ্নে আর্বিভূত হয়েছিলে তুমি রেখায় রেখায়
যেমন লিখেছিলাম তা মোর নটনখেলায়।
কেমন এ জগৎ সংসার
যেখানে চলে শুধু
বিচার-আচার
নিন্দা-প্রশংসার।
স্বপ্নে বলেছো তুমি আসবে হয়ে একগুণী
সকল ছন্দ সৃজনে প্রলয়ে।
নাস্তিকের আবেদন
করবে ভেদন
সময়ের আলেখ্যলোকে
জয়ী হবে সত্যের মহিমা।।
...কবি শিখর চৌধুরী
=====================
কবিদের মতো তন্ময় হয়ে
আমিও থাকি দেখতে চেয়ে
কীভাবে বহে তোমাদের আখিঁতে-ঝড়
যে ঝড়েতে পাতা থৈ থৈ
তা দেখে রক্তে
উঠে খৈ খৈ ।
তাইতো বলে আশ্বিনের ঝড়
সবকিছু নড়ে থর থর ।।
...নবীজী ঘোষণা করলেন সাধারণ ক্ষমা
কী অপূর্ব সুন্দর তার বিবেচনা।
নবীজী কোরাইশ জাতির অন্তরে দিলেন
নতুন ইস্ম্-ই-আযম্
সকল ভেদজ্ঞান দূর করে প্রাণে দিলেন
অভিনব প্রেমের বন্ধন।
২৩ জুলাই, ২০১৪ ইং।
...
কবি শিখর চৌধুরী
=====================
মক্কার বিজয়
নয়তো কোন দেশ বিজয়
প্রকৃতপক্ষে এটি আদর্শের বিজয়।
এ বিজয়
মিথ্যার ওপর
সত্যের বিজয়
অন্ধকারের ওপর
আলোকের বিজয়।
২৩ জুলাই, ২০১৪ ইং।
জাহাঙ্গীর বাবু
=============
ঘুমেরবিছানায়,ঘরে,গ্রামে,থানায়,
জেলায়,এলাকায়,বাজারে,গঞ্জের হাঁটে
অর্থহীন,নি:স্ব,পেশী শক্তিহীন,ক্ষমতা বিহীন
হলেই আপনি শরনার্থী,উদবাস্তু,রোহিঙ্গা।
সীমানার এপারে,ওপারে
দেশে বিদেশে বাবর আলী
বাবর আলীরা উদ্বাস্তু,রোহিঙ্গা।
এই সংসারে,জগৎ সংসারে
সবাই শরণার্থী, কিসের এতো বড়াই।
এ দেশ ক্ষমতাসীন দলের ছাড়া
বাকী সব উদ্বাস্তু রোহিঙ্গা।
ইবাদতে মশগুল হয়তো
বিবেক ধ্বংসের দামামা নয় নতুন,
যুগে যুগে হয়েছে বলৎকার, মানবতার।
কবিতার ভালোবাসায় বিজয় এসেছে
এখন কবিতায় মস্তিস্কের নিত্য রক্তপাত!
কবিতা তুমিও পক্ষ নিলে!
কবির হাতে তুলে দিলে
কালো নিশানে অনিয়মের বাঁশ!
বাঁশরী বাজায় কে?
কবিতা তুমিও পক্ষ নিলে!
কবিতা আমিতো চেয়েছিলাম
শুদ্ধ বিবেকের মানবতার মুক্তির বানী
এখন দেখি লু হাওয়ায় ছড়াও তেলেসমাতি!
পদলেহন কি মানায় কবিতায়?
যাক,বাবা বাঁচা গেলো
কবি......
মানবতার ডাকে জাগাও বিবেক-জাহাঙ্গীর বাবু
হোক না হয় আরো কিছু সেল্ফি,
তবুও পৌছে যাক কিছু খাবার বন্যার্তদের হাতে,
নতুন না হোক, যাক কিছু পুরানো কাপড়
বন্যার্রতদের কাছে,ওরা এখন অসহায়।
দিয়াশলাইয়েরকাঠি,আলু,পেয়াজ,তেল,নুন,ডাল
ওরা ভাসছে পানিতে, চাই খাবারের পানি!
প্যারাসিটামল,নাপা,খাবার স্যালাইন
চিড়া,মুড়ি,বিস্কুট
যা পারো পৌছে দাও যা আছে সাধ্যে তোমার।
হোক না হয় আরো কিছু সেল্ফি
হোক না হয় আত্মপ্রচার,
প্রতিষ্ঠানের প্রচার,প্রচারে হোক প্রসার।
বন্যার্ত,......
মানবতার হাতে হাতকড়া-জাহাঙ্গীর বাবু
কচি শিশুর মনের ক্যানভাসে
অপরিপক্ক হাতে পেন্সিলের রঙ্গিন আঁচড়ে
শিশুর অদেখা,মনের চোখে দৃশ্যমান
কল্পনা আর বাস্তবতার সংমিশ্রণ
ইতিহাসে উজ্জীবিত সরল মন,
শতাব্দীর মহানায়ক,
স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা
তর্জিনী হেলানো বাঘের হুংকার
স্বাধীনতার অমর কবি
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
শিশুর অংকনে আবেগের মিশ্রন
একজন সরকারী কর্মকর্তার মুল্যায়ণ,
হাতে তার অনিয়মের শৃঙখল,হাতকড়া!
বিবেকের বিচ্যুতি,স্বাধীন......
শফিকুল ইসলাম
ডি, তুমি চলে গেছ
তোমার চলা থেমে গেছে চিরতরে-
নদীর গতি কি তাই থেমে গেছে
পৃথিবীর সব কোলাহল কি
নীরব হয়ে গেছে ?
পৃথিবীর সৌর প্রদক্ষিণ কি থেমে গেছে
থামেনি, জানি থামবে না।
ডি, তুমি চলে গেছ
আমার হৃদ-স্পন্দন থেমে গেছে
আমার কন্ঠ অজানা ব্যথায়
বাকরুদ্ধ হয়ে গেছে-
আর মনে হচ্ছে আমিই মৃত
আর তুমি ক্রমশ জেগে উঠছ
আমার অন্তরে অন্তরে।
আমার ভেতরে
মনুষত্ব্যের সন্ধানে -জাহাঙ্গীর বাবু
পিঁপড়ে বিদ্যায় হেরে যাওয়া গাধা ,
প্রতিবাদী বহিরিন্দ্রীয় অনুভূতিহীন !
নেকড়ে পিশাচ, ছিন্ন ভিন্ন করে
খাবলে খাবলে খায় চিত্রল হরিণ !
বহ্নিমিত্র দূষণে কাবু ,আক্রান্ত সবুজ বাড়ী
স্বদেশে গণতন্ত্র! পলিটিক্সে পুলটিস ,
জনগণ পান করে নিত্য হেমলক
পিটপিট নেত্রে কাঁদে স্বাধীনতা ।
বহুড়ির বস্ত্র হরণ চর্চা নিত্য নৈমত্তিক ,
নালক কার্তুজে বিচারের পায়মানা ।
বিত্তের উচ্ছাস সামিয়ানা ,অনিরাপদ জীবনসত্ব
বিবেক বিসর্জন, স্বার্থ......
নির্বাসিত প্রবাসী-জাহাঙ্গীর বাবু
অভিবাসী শ্রমিক রেমিটেন্সের কারিগর
অভিবাসী শ্রমিক কষ্টের জলছবি
অভিবাসী শ্রমিক মাতৃভূমির সন্তান
যারা ভালোবাসার মানুষের মুখের
হাসি আর অর্থের জন্য প্রবাসী।
কিন্তু তারা ভালোবাসার প্রাপ্তিতেই ব্যর্থ।
অভিবাসী শ্রমিক যারা ন্যায্য মুজুরি থেকে বঞ্চিত
অভিবাসী শ্রমিক যারা যোগ্য কাজ পাওয়া থেকে বঞ্চিত
আহ্, চেতনা কোথায় রাখি?-জাহাঙ্গীর বাবু
শহীদ মিনার ব্যানারে
নি:সন্দেহে একুশের অনুষ্ঠান।
গান পরিবেশনা মোহনীয়
পশ্চাৎ দোলানো নৃত্যের সাথে
আমি ডানা কাটা পরী
আহ চেতনা কোথায় রাখি?
বিজয় মঞ্চে গান
লুঙ্গী ডান্স
গান
কিউ কে তুম হি হো
আহ চেতনা কোথায় রাখি?
কবিতার আড্ডায়
রাফতা......