হ-বাংলা নিউজ, হলিউড থেকে : লস এঞ্জেলেস উডলি পার্কে ১৫’ ই আগস্ট রবিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামিলীগ কতৃক এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । করোনা কালে সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্য ছাড়াও নিহত অন্যান্যদের জন্য দোয়া করা হয় ।
বাংলাদেশ সহ বিশ্বের করণামুক্তির জন্য দোয়া করা হয় । এ ছাড়া সম্প্রতি মৃত্যু বরণকারী ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি আলমের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় । দোয়া মাহফিলে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আলি আহমেদ ফারিসের মা ও শেখ কামাল টুর্নামেন্টের সংগঠক নাজিম সিরাজীর রোগমুক্তির জন্য দোয়া করা হয় ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । দোআ মাহফিল পরিচালনা করেন স্টেট আওয়ামিলীগের সভাপতি শফিকুর রহমান । উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম সহ আওয়ামিলীগ যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা ।