হ-বাংলা নিউজ :চতুর্থ ক্রিকেটার হিসেবে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান রোহিত শর্মা জিতেছেন ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ পুরস্কার ‘রাজীব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ড।
রোহিতের আগে এই সম্মানে ভূষিত হওয়া তিন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।
গত মে মাসে সংক্ষিপ্ত সংস্করণে ভারতীয় সহ-অধিনায়ক রোহিত শর্মাকে মনোনয়ন দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভাপতি সৌরভ গাঙ্গুলি তখন বলেছিলেন, ‘ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা নতুন মানদন্ড তৈরি করেছে। সংক্ষিপ্ত সংস্করণে ও এমন কিছু করে দেখিয়েছে যা কেউ কল্পনাও করেনি। আমরা মনে করি, তার নিবেদন, ধারাবাহিকতা, আচরণ ও নেতৃত্বগুণের জন্য সে ‘খেল রত্ন’ পাওয়ার যোগ্য।’
ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংসও উপহার দিয়েছেন ৫০ ওভারের ক্রিকেটে। ওয়ানডেতে পঞ্চাশের কাছাকাছি গড়ে করেছেন ৯ হাজারেরও বেশি রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড চার সেঞ্চুরির মালিক রোহিত। সবচেয়ে বেশি (১২৭) ছক্কাও এসেছে ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে। ২০১৮ সালে রোহিতের নেতৃত্বে ভারত জিতেছে এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি। আইপিএলের সফল অধিনায়কও তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড চারবার শিরোপা জিতেছে রোহিতের নেতৃত্বেই।
গত বছর ব্যাট হাতে দুর্দান্ত কেটেছে। বিশ্বকাপে রেকর্ড ৫ সেঞ্চুরি সহ ২০১৯ সালে ওয়ানডেতে রোহিতের ব্যাট থেকে এসেছে ৫৭.৩০ গড়ে ১ হাজার ৪৯০ রান। টেস্টে গত বছর করেছেন ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান।