হ-বাংলা নিউজ : বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজনগর এলাকার গুমাই নদীতে বালুবাহী নৌকার সঙ্গে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ইনাতনগর গ্রামের আব্দুল ওয়াহাবের স্ত্রী লুৎফুন্নাহার (২৫) ও তার আড়াই বছরের ছেলে রাকিবুল, নেত্রকোনা সদরের মেদনী গ্রামের আবুচানের স্ত্রী হামিদা (৫০), ধর্মপাশা উপজেলার ইনাতনগর গ্রামের সাহেব আলীর স্ত্রী মজিদা আক্তার (৫০), মধ্যনগর এলাকার কামাউড়া……