সুব্রত চৌধুরী, হ-বাংলা নিউজ, আটলান্টিক সিটি থেকে : আগামী ৩০ সেপ্টেম্বর,বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আটলান্টিক সিটিতে ‘ কমিউনিটি বারবিকিউ পার্টি ’ এর আয়োজন করা হয়েছে। সংগঠনের বিশ বৎসর পূর্তি উপলক্ষে এই আয়োজন।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ ঐদিন বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত যথাযথ স্বাস্হ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠান চলবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা কমিউনিটির সবাইকে সপরিবারে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।