হ-বাংলা নিউজ : আজ বুধবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের বিচারকাজ পর্যবেক্ষণে রাখতে বলা হয়। এ ঘটনা নিয়ে যাতে কোনো ধনের গুজব রটানো না হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেছে কমিটি।
বৈঠক সূত্র জানায়, সিনহা হত্যাকাণ্ড নিয়ে বৈঠকে লিখিত প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়, পুলিশ পরিদর্শক লিয়াকত খুব কাছ থেকে সিনহাকে লক্ষ্য করে গুলি করেন। গুলি করার ২০-২৫ মিনিট পর টেকনাফ থানার সে সময়কার ওসি প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি অত্যন্ত নির্মম ও অমানবিকভাবে……