হ-বাংলা নিউজ : গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের মধুপুরে বাসন্তী রেমা নামের এই মান্দি নারীর ৪০ শতাংশ জমির কলাবাগান ধ্বংস করে দিয়েছে বন বিভাগ। বাগানে ৫০০ কলা গাছ ছিল। ধানখেতে আগুন লাগালে কৃষকের যেমন লাগে, কেটে ফেলা কলাবাগান দেখে বাসন্তী রেমা নামের এই মান্দি নারীরও তেমনই লাগার কথা। যাঁরা চাষ করেন, ফসল তাঁদের কাছে সন্তানের মতো।
বন বিভাগ দাবি করেছে, এসব জমি বন বিভাগের। আদতে এসব জমি ছিল ভাওয়াল রাজ এস্টেটের। ’৪৭-এর দেশভাগের পর বন বিভাগ পরিত্যক্ত ও জমিদারি উচ্ছেদের কারণে খাস হয়ে যাওয়া এসব জমি দেখাশোনার দায়িত্ব পায়। গাজীপুর ও টাঙ্গাইলের……