সাখাওয়াত হোসেন সেলিম, হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসে বাংলাদেশীদের অন্যতম সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র বর্ণিল অভিষেক। গত ১৭ অক্টোবর, ২০২০ শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মৌলভীবাজার প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অভিষেক।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র বিদায়ী সভাপতি সোহান আহমেদ টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মামুনের পরিচালনায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয় নতুন কমিটির শপথ গ্রহন। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ কমিটির নব নির্বাচিত সভাপতি তজমুল হোসেনকে শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনার মিছবা মজিদ উপস্থিত ছিলেন।পরে সভাপতি তজমুল হোসেন নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।এসময় নতুন কমিটির বিদায়ী কমিটির কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন। হস্তান্তর করেন দায়িত্বভার।
পরে নয়া সভাপতি তজমুল হোসেননের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনের পরিচালনায় ২য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম নির্বাচন কমিশনার মিছবা মজিদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদ্য বিদায়ী সভাপতি সোহান আহমেদ টুটুল, বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, সহ সভাপতি সৈয়দ রুহুল আলী, সাবেক সহ সাধারণ সম্পাদক শাহিন হাসনাত, সাবেক ক্রীড়া সম্পাদক শাহীন আহমদ, কার্যনির্বঅহী সদস্য মোহাম্মদ রিপন মিয়া, মোমিত চৌধুরী তানিম, জাহাঙ্গির আলম প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন জাহাঙ্গির আলম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কর্মকর্তঅরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অতিথিরা মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটি অব ইউএসএ’র কর্মকর্তারেদ প্রশংসা করে বলেন, শান্তিপূর্ণ উপায়ে দায়িত্ব হস্তান্তরের এই পক্রিয়া গণতন্ত্র চর্চার উজ্জ্বল উদাহরণ হিসেবে আমাদের মুদ্ধ করেছে। আপনারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এ প্রত্যাশা আমাদের।
বিদায়ী সভাপতি সোহান আহমেদ টুটুল তাদের অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ মামুনও সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অভিষিক্তরা হলেন: সভাপতি তজমুল হোসেন, সহ-সভাপতি (১ম) সৈয়দ রুহুল আলী, সহ-সভাপতি (২য়)সৈয়দ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক নিখিল দেবনাথ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ ফাহমি, সমাজ কল্যান সম্পাদক হেলাল আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পাভেল, ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ ও মহিল বিষয়ক সম্পাদকা হাদিছা বেগম, কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান, আহমেদ কাওছার, সরনজিত পাল, মোহাম্মদ রিপন মিয়া, মোমিত চৌধুরী, এম ডি আহমেদ ও জাহাঙ্গির আলম।
উল্লেখ্য, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয় গত ৪ঠা অক্টোবর ২০২০। এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্ট প্রাঙ্গণে মনোনয়ন দাখিলের শেষ দিন ৪ঠা অক্টোবর প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় সোসাইটির নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নয়া কমিটির ১৯ সদস্য বিশিষ্ট কমিটির নতুন তজুমল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন নির্বাচিত হন।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নির্বাচন কমিশন সদস্য মিছবা মজিদ, সৈয়দ সিদ্দিকুল হাসান, দারাদ আহমদ, শ্যামল পাল ও রফিকুল বারি শামিম।