হ-বাংলা নিউজ: হলিউড খ্যাত লিটল বাংলাদেশে স্বাস্থবিধি মেনে দুর্গা পূজা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ — বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি অমর হালদারের বাসভবনে সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষের আহ্বানে ও পরিচালনায় হলিউড খ্যাত লসএঞ্জেলেসের লিটল বাংলাদেশে ২০২০ সালের সার্বজনীন দূর্গা পূজা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে করার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুবর্ন নন্দী তাপস, সহ-সভাপতি বিপুল চৌধুরী, শিব নারয়ণ দাস, অরুপ তরফদার, পল্লব দাস, পঙ্কজ দাস, ইলিয়াস সিকদার, দিপংকর সাহা, টিটো সাহা, রাজীব নন্দী, সচীন মজুমদার সহ আরও অনেকে। সভার প্রথমেই মহামারী করোনায় সমগ্র বিশ্বে যারা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের স্মরণ করা হয় এবং করোনার কারনে প্রায় দীর্ঘ ছয় মাস পর বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে সকলের খোজ খবর নিয়েছেন। করোনা মহামারির কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিভাবে প্রতি বছরের ন্যায় দুর্গা পূজা ২০২০ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার পর উপস্থিত সবাই মিলে পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করে আসছেন। উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১অক্টোবর শনিবার ও ১লা নভেম্বর রবিবার ২০২০ নর্থ হলিউডের (11311 Martha Street, North Hollywood, CA) ঠিকানায় অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারনে এবার আয়োজক ও শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভাপতি অমর হালদার ও সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার শুভ সমাপ্তি ঘোষনা করেন। হলিউড খ্যাত লিটল বাংলাদেশে স্বাস্থবিধি মেনে দুর্গা পূজা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ — বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি অমর হালদারের বাসভবনে সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষের আহ্বানে ও পরিচালনায় হলিউড খ্যাত লসএঞ্জেলেসের লিটল বাংলাদেশে ২০২০ সালের সার্বজনীন দূর্গা পূজা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে করার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুবর্ন নন্দী তাপস, সহ-সভাপতি বিপুল চৌধুরী, শিব নারয়ণ দাস, অরুপ তরফদার, পল্লব দাস, পঙ্কজ দাস, ইলিয়াস সিকদার, দিপংকর সাহা, টিটো সাহা, রাজীব নন্দী, সচীন মজুমদার সহ আরও অনেকে। সভার প্রথমেই মহামারী করোনায় সমগ্র বিশ্বে যারা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের স্মরণ করা হয় এবং করোনার কারনে প্রায় দীর্ঘ ছয় মাস পর বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে সকলের খোজ খবর নিয়েছেন। করোনা মহামারির কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিভাবে প্রতি বছরের ন্যায় দুর্গা পূজা ২০২০ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার পর উপস্থিত সবাই মিলে পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করে আসছেন। উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১অক্টোবর শনিবার ও ১লা নভেম্বর রবিবার ২০২০ নর্থ হলিউডের (11311 Martha Street, North Hollywood, CA) ঠিকানায় অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারনে এবার আয়োজক ও শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভাপতি অমর হালদার ও সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার শুভ সমাপ্তি ঘোষনা করেন।