মতিউর চৌধুরী, হ-বাংলা নিউজ: লন্ডন থেকে: একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার কার্য ̈নির্বাহী কমিটির সভায় আসছে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও বিধটেনে পালিয়ে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশে ফিরিয়ে নেবার ব্যাপারে যুক্তরাজ্য নির্মুল কমিটির পক্ষ থেকে নেয়া বিভিন্ন
পদক্ষেপের অগ্রগতির বিবরন দেন সংগঠনের সাধারন সম্পাদক জামাল আহমদ খান ও সহসভাপতি সৈয়দ
এনামুল ইসলাম। সাধারন সম্পাদক জামাল আহমদ খান আশাবাদ ব্যক্ত করে বলেন চৌধুরী মইনুদ্দিনকে
বাংলাদেশে ফেরত নেবার ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে, আমরা খুবই আশাবাদি এবিষয়ে অচিরেই একটা
সুসংবাদ পাব। এছাড়া সভায় গংগঠনের নির্বাচন ও ১৪ই ডিসেম্বরের পূর্বে লন্ডনে নিযু৩ বাংলাদেশের
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশের পররাষ্টধ মন্ত্রীর সাথে যুক্তরাজ্য নির্মুল কমিটির ভার্চু ̈য়াল
মিটিংয়ের ব ̈াপারে সিদ্ধান্ত নেয়া হয়। ২৪ অক্টোবর শনিবার লন্ডন সময় বিকেল পাঁচ ঘটিকায় সংগঠনের
সভাপতি সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল আহমদ খানের
সঞ্চালনায় অনুষ্টিত ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সিনিয়র সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী,
সহসভাপতি সৈয়দ এনামুল হক, সহসাধারন সম্পাদক ̄§ৃতি আজাদ, সাংগঠনিত সম্পাদক রুবি হক,
কোষাধ ̈ক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সদস্য শুসান্ত দাস ও জোৎস্না পারভিন প্রমুখ।
(জামাল আহমদ খান, সাধারন সম্পাদক একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য
তারিখ ২৪ অক্টোবর ২০২০)