সুব্রত চৌধুরী, হ-বাংলা নিউজ, আটলান্টিক সিটি সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিউজারসির আটলান্টিক সিটিতে দুঃস্থদের জন্য খাদ্য সহায়তা দিয়েছে ‘হিউম্যানিটি’। আটলান্টিক সিটির দুই প্রবাসী এ্যাকটিভিষ্ট আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এর নেতৃত্বাধীন ‘হিউম্যানিটি‘’ এই খাদ্য সহায়তা প্রদান করে।গত পঁচিশ অক্টোবর,রবিবার বিকেলে আটলান্টিক সিটির ‘রেসকিউ মিশন’ এর কতৃপক্ষের কাছে দুঃস্থদের জন্য খাদ্যসামগ্রী হসতান্তর করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দুধ, ডিম ও মাংস।
‘হিউম্যানিটি’র এই মহতী উদ্যোগে সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে এসেছিলেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া। এই সময় কমিউনিটি এ্যাকটিভিষ্ট বিনোদ ভেলোরও উপস্হিত ছিলেন। এই খাদ্য সহায়তা প্রসঙ্গে আয়োজকরা বলেন, করোনাকালে দুর্গাপুজার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।আমরা সবসময় নিজেদের সাধ্যানুযায়ী মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি। করোনার এমন দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের সবার একে অন্যের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। বিশেষ করে কমিউনিটি এ্যাকটিভিষটদের আরও বেশি প্রয়োজন। কমিউনিটি এ্যাকটিভিষট হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকেই এই কাজটি আমরা করে যাচ্ছি । করোনার এই দু:সময়ে একা একা ভালো থাকা সম্ভব নয়,সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে – এমন প্রেরণা থেকেই আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
করোনাকালে শারদীয় দুর্গাপুজার সময় ‘হিউম্যানিটি’র উদ্যোগে দুঃস্থদের জন্য এই খাদ্য সহায়তা প্রবাসে বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে বিদগ্ধজনরা মনে করেন।