সাখাওয়াত হোসেন সেলিম, হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদের আরোগ্য কামনায় গত ২৫ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে যুক্তরাষ্ট্র যুবলীগ এ দোয়া-মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি কামনা করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হুসেন। মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাতে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি কামনা করা হয়।
দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহŸায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলোম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন, সদস্য সাদেকুর রহমান, মোশাহিদ চৌধারী, জামাল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নাফিজুর রহমান তুরান, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ স্বপন, সেলিম রেজা, আজাদুল কবীর, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, হুমায়ূন কবির, নিউইয়র্ক মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হুসেন, সহ সভাপতি আনসার আলী, ব্রঙ্কস যুবলীগ সেক্রেটারি মহিবুর রহমান সহ বিপুল সংখ্যক মসল্লী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানান হয়, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তির জন্যে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।