হ-বাংলা নিউজ: পৃথিবীর প্রায় ২০০ মাইল উপর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন এক মহাকাশচারী। তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে থেকে গত সপ্তাহে ভোট দেন।
এই মহাকাশচারীর নাম কেট রুবিনস। তার ভোটদানের ছবি ২৩ অক্টোবর নাসার পক্ষ থেকে প্রকাশ করা হয়।
ভোট দেওয়ার জন্য মেইল করে একটি ফর্ম পাঠানো হয় কেট রুবিনসের কাছে। সেটি পূরণ করে তিনি পৃথিবীতে ফেরত পাঠান।
নাসার ছবিতে দেখা যায়, ওই স্পেস স্টেশনের একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে দাঁড়িয়ে আছেন কেট।
এর আগে দুই রুশ মহাকাশচারীর সঙ্গে ১৪ অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে যান কেট রুবিনস। তিনি সেখান থেকে ফিরবেন ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর। ফলে তাকে স্পেস স্টেশন থেকে ভোট দিতে হয়েছে।
এটাই কেট রুবিনসের প্রথম ভোট নয়। এর আগে ২০১৬ সালেও আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোট দিয়েছিলেন তিনি।
তথ্যঃ সংগ্রহীত