আব্দুল হামিদ, হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আজ নিউইয়র্কে জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব ইউ এস এ ও ইউএসবাংলা২৪.কমের অফিস পরিদর্শন করেন। বাংলাদেশ ক্লাবের সভাপতি নুরুল আমিন বাবুর আমন্ত্রণে বাংলাদেশ ক্লাব ইউ এস এ ও ইউএসবাংলা২৪.কমের অফিসে আসেন ক্রিকেট হাটথ্রব সাকিব আল হাসান।এই সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএসবাংনা ২৪.কমের সম্পাদক আব্দুল হামিদ।


অফিসে এসে নিউইয়র্কে বাংলাদেশ ক্লাব ও ইউএসবাংলার বিভিন্ন কার্যক্রম নিয়ে কথোপকথন করেন। বিশেষ করে প্রবাসে বাংলাদেশ ক্লাবের ক্রিড়া,সাংস্কৃতিক কার্যক্রমে তিনি মুগ্ধ হন। এই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাব ইউ এস এ ‘র সহ সভাপতি এম উদ্দিন আলমগীর,গোলাম মাওলা চৌধুরী। সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার,যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী ছাদেক শিবলু। সাংগঠনিক সম্পাদক নোভেল আমিন,প্রচার সম্পাদক হেলাল মিয়া,কার্যকরী সদস্য এম আবির সহ বাংলাদেশ ক্লাবের নেতৃবৃন্দ।
এর আগে সাকিব আল হাসান নিউইযর্কে কুইস্স প্যালেসে শো-টাইম মিউজিক আযোজিত একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।