হ-বাংলা নিউজ, ওয়াশিংটন থেকে : গত ২৪শে অক্টোবর, ২০২০, রোজ শনিবার অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল প্রিয়বাংলার গাড়ি শোভাযাত্রা। এটা ছিল ওয়াশিংটন মেট্রো এরিয়ায় প্রিয়বাংলার আয়োজনে প্রথম গাড়ি শোভাযাত্রা, একটি ব্যতিক্রমধর্মী এবং অত্যন্ত ফলপ্রসূ আয়োজন। আমাদের জানা মতে এটি ছিল নর্দার্ন ভির্জিনিয়ায় কোন বাংলাদেশী সংগঠনের আয়োজনে শিক্ষা ও সচেতনতামূলক প্রথম গাড়ি শোভাযাত্রা। আমরা প্রিয়বাংলার পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত এবং বিনীতভাবে গর্বিত এমনি একটি আয়োজন করতে পেরে, যা সমাজের জন্য কল্যাণকর।
এবারের মহামারীর কারণে এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষার্থে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের সামাজিক আয়োজন স্থগিত ঘোষণা করেছে, প্রিয়বাংলাও তার ব্যতিক্রম নয় আর তাই প্রিয়বাংলার পক্ষ থেকে জনস্বার্থে এবারের “পথমেলা”র আয়োজন স্থগিত ঘোষণা করা হয়েছে। তার পরিবর্তে বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটি ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে, আর তা হলো “প্রিয়বাংলা গাড়ি শোভাযাত্রা”। মূলত: আয়োজনটি ছিল একটি শিক্ষা ও সচেতনাতামূলক আয়োজন। একটি প্রগতিশীল সংগঠন হিসেবে আমাদের চারপাশের বাস্তবতা আমাদের অনুপ্রানিত করেছে এমনি আয়োজন করার জন্য এবং আমরা চেষ্টা করেছি মহামারীর সতর্কতামূলক নীতিমালা অনুসরণ থেকে শুরু করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট প্রদান, পরিবেশ সংরক্ষণ এবং অন্যান্য মানবিক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সবাইকে সচেতন ও অনুপ্রাণিত করতে। আর্লিংটন কাউন্টি আর্টস এবং সংশ্লিষ্ট অন্নান্য কর্তৃপক্ষ এবং পুলিশ বিভাগের সহায়তা ছিল সত্যি নজিরবিহীন। এছাড়া ওয়াশিংটন মেট্রো এলাকার সবার সহযোগিতায় এবং প্রিয়বাংলার ব্যবস্থাপনা পরিষদ, উপদেষ্টা এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এবং অকৃতিম ভালবাসায় অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল “প্রিয়বাংলা গাড়ি শোভাযাত্রা”। আমাদের কার্যকর্মের মূল উদ্দেশ্য মূলধারার বহুমাত্রিক সাংস্কৃতিক জনগোষ্ঠীর সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার মধ্যে দিয়ে মূলধারার সাথে একটি সেতুবন্ধন তৈরী করা। ‘প্রিয়বাংলা গাড়ি শোভাযাত্রা” আর্লিংটনবাসী সবাইকে অনুপ্রাণিত করেছে এবং শোভাযাত্রা চলাকালীন সময়ে চারপাশের সবাই এই শোভাযাত্রা অবলোকন করে আমাদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছে।
বিশেষভাবে উল্লেখ্য যে, আমাদের এই আয়োজনে আর্লিংটন কাউন্টি আর্টস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুলিশ বিভাগ ভীষণভাবে সহযোগিতা করে আমাদের এই আয়োজনকে সার্থক করার জন্য বিরাট ভূমিকা রেখেছেন। এছাড়া গ্রেটার ওয়াশিংটন প্রবাসী মাল্টিকালচারাল সোসাইটির অংশগ্রহণ সহ আমাদের বাংলাদেদেশীদের অংশগ্রহনে পূর্ণতা ও সফলতা পেয়েছে আমাদের এই আয়োজন। সবাই নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বাংলাদেশ, আমেরিকান ও অন্যান্য দেশীয় পতাকা এবং কারুকার্যখচিত লাল সবুজের পালায় যেন সাজিয়েছিল সমস্ত গাড়িগুলোকে। শোভাযাত্রা পুরো এলাকা ঘুরে আবার ফিরে এসেছে ওয়াল্টার রীড রোডের উপর যেখানে প্রতি বছর আমরা আয়োজন করে থাকি আমাদের জনপ্রিয় “প্রিয়বাংলা পথমেলা”। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে আমাদের এই অনন্য আয়োজনকে। আমরা আনন্দ ও গর্বের সঙ্গে জানাতে চাই যে, আমাদের এই অনন্য আয়োজনটি কলম্বিয়া পাইক ডকুমেন্টারি প্রজেক্টে স্থান করে নিয়েছে !
আমরা অত্যন্ত আনন্দের সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি অংশগ্রহণকারী সবাইকে, যারা নিজেদের গাড়ি সুসজ্জিত করে প্যারেডে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয়বাংলা ব্যবস্থাপনা পরিষদ, উপদেষ্টা, পৃষ্ঠপোষক এবং স্বেচ্ছাসেবকদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল ছিল এই সফল আয়োজন- “প্রিয়বাংলা গাড়ি শোভাযাত্রা”। ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্টনারিং অর্গানাইজেশন সমূহ, ভার্জিনিয়া হিউম্যানিটিস, এ সি ই, নিউ ভার্জিনিয়া মেজরিটি ফাউন্ডেশন এবং আই গ্লোবেল ইউনিভার্সিটিকে | আমরা একই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আর্লিংটন আর্টস, সংশ্লিষ্ট অন্নান্য কর্তৃপক্ষ এবং পুলিস বিভাগকে তাদের অতুলনীয় সহযোগিতার জন্য। পরিবেশ ও পরিস্থিতি আমাদের শিখিয়েছে ভিন্ন চিন্তাধারায় ভিন্ন আঙ্গিকে এমনি আযোজন করার জন্য এবং অনুপ্রাণিত অনুভব করছি সবার সর্বাঙ্গীন সহযোগিতায় সফলভাবে এই অনন্য আয়োজন সম্পন্ন করতে পেরে। সামগ্রিক সামাজিক মাঙ্গলিক উদ্দেশ্যকে সামনে রেখে এমনিভাবে অব্যাহত থাকুক আমাদের সবার সম্মিলিত কর্মপ্রয়াস, আমরা সেই প্রত্যাশা করছি। সবাই সুস্থ্য থাকুন, ভাল থাকুন- প্রিয়বাংলার পক্ষ থেকে সবার জন্য আমাদের এই কামনা, এই প্রত্যশা রইল।