আবু তালেব চৌধুরী চান্দু , হ-বাংলা নিউজ, যুক্তরাষ্ট্র থেকে : গত ২৮ শে অক্টোবর ২০২০ রোজ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় ইমিগ্রেন্ট হয়ে বাংলাদেশ থেকে তার্কিস এয়ার যোগে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন জনাবা নিলুফার সামসুর নাহার (অব) সিনিয়র একাউন্ট্স অফিসার বাংলাদেশ সরকারের টেলিগ্রাফ ডিভিশনের এবং একমাত্র মেয়ে ডাঃ নাবিলা নুসরাতকে সাথে নিয়ে আগমন করেন। জেএফকে এয়ারপোর্টে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নেয় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমান ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দু।
উল্লেখ্য যে, জনাব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ দীর্ঘ ২৪ বৎসর পর স্ত্রী ও মেয়ের সঙ্গে মিলিত হলেন, তাদেরকে এতোদিন পর নিজের কাছে পেয়ে আনন্দে ও আবেগে অফ্লুলত হয়ে পড়েন। উনার ২ সন্তান বড় ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর (অবঃ) ক্যাপ্টেন বর্তমানে ইউ—এস বাংলা এয়ারলাইন্সের ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে ডাঃ নাবিলা বাবা মার সাথে নিউইয়র্কে বসবাস করেন। প্রবাসী সকলের কাছে তাহাদের জন্য দোয়া চাইলেন।