হ-বাংলা নিউজ : গত ১লা নভেম্বর ২০২০ রোজ রবিবার ১৫৩—৩৩ হিলসাইড, জ্যামাইকাস্থ মতিন রেষ্টুরেন্ট এর পার্টি হলে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উক্তসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ), আরো উপস্থিত ছিলেন ডাঃ নার্গিস রহমান, বাবলী হক, জাহাঙ্গীর আলম জয়, মোহাম্মদ বাছির আহমেদ, বি.এম. বাদশা, শম্পা জামান, শাহ্ নাজ বেগম, এস.এম. সায়েম চৌধুরী।
প্রথমে কভিড—১৯ ২০২০ সমস্ত বিশ্বে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধাসহ সমবেদনা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর সংগঠনের সভাপতি তার স্বাগত বক্তব্যের মাধ্যমে সকল সদস্যবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করে তার দীর্ঘ বক্তব্য পেশ করেন। তিনি বলেন ‘মানবতা সকলের উদ্ধে’ আমরা বর্তমান পরিস্থিতির মধ্যে হতাশা জীবন যাপন করছি। বর্তমানে আমেরিকাতে খুন, হেইটক্রাইম ব্যাপকভাবে বিস্তার লাভ করছে যা জন জীবনে হুমকি স্বরূপ তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সজাগ হওয়ার জন্য জোর সুপারিশ করেন। তিনি ডিকলারেশন অব হিউম্যান এন্ড সিভিল রাইট্স অব ২৬ আগষ্ট ১৭৪৯ আজ ভূলুন্ঠিত, দিন দিন মানুষের অধিকার খর্ব হচ্ছে আমরা এহেন অবনতির জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
কভিড—১৯ আজ আমাদের হতাশায় নিমজ্জিত করছে, তবে আমরা হাত গুটিয়ে বসে নাই, সোস্যাল ডিসটেন্স মান্য করে আমরা আমাদের কর্মসূচী অব্যাহত রেখেছি। আমরা লড়ে যাব মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত। এ প্রতিজ্ঞায় উপস্থিত বক্তাগন সকলেই একমত প্রকাশ করেন। উক্ত সভায় স্থানীয় সরকার অর্থাৎ বরো প্রেসিডেনট, ষ্টেট সিনেটর, কাউন্সিল ওমেন, এ্যাসেম্বলী ওমেনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি নিউইয়র্কস্থ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃজ্ঞতা জানানো হয়। অতপর আগামী ৭ নভেম্বর জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণে যে সমস্ত সরকারী বেসরকারী, হৃদয়বান ব্যক্তিবর্গ সাহায্য সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম বরো প্রেসিডেন্ট শেরন লী, স্টেট সিনেটর জন লিউ, স্টেট সিনেটর জেসিকা রামোশ, কাউন্সিল ওমেন আদরিয়ানা এ্যাডাম্স, এ্যাসিম্বলী ওমেন ক্যাটরিনা ক্রুজ, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সর্বশেষে আগামী ১০ই ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডে যথাযোগ্য মর্যাদার সহিত পালনের সিদ্ধান্ত গ্রহণ করে মধ্যহ্ন ভোজের মাধ্যমে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।