সুব্রত চৌধুরী, হ-বাংলা নিউজ, আটলান্টিক সিটি থেকে : প্রতিকূল আবহাওয়ায় আটলান্টিক সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত তিন নভেম্বর ,মংগলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহন চলে। এবছর অধিকাংশ ভোটার মেইল ব্যালটে ভোট দেওয়ার কারনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব কম ছিল।
এবারের আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বাংলাদেশী আমেরিকান ফারুক তালুকদার ও মো: গিয়াসউদদীন প্রতিদ্বন্দ্বীতা করেন ।
নিউজারসি রাজ্যের গভর্নর ফিল মারফি নির্বাচনের দিন সকালে আটলান্টিক সিটি সফর করেন । আটলান্টিক সিটির ৫ম ওয়ারড এর কাউন্সিলর আনজুম জিয়া, চতুর্থ ওয়ারড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক সিটি মার্চেনট এসোসিয়েশন সভাপতি আমের কাশ্মিরী প্রমুখ গভর্নর এর সাথে উপস্হিত ছিলেন।
আটলান্টিক সিটিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর বসবাস, নির্বাচনে ভোট দিয়ে তারা এখন হিসাব নিকাশে ব্যস্ত কার কার ভাগ্যে শিকে ছিঁড়বে?