হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আজ রাতে বিজয়ী ভাষণ দেবেন। এতে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেবেন বলে সিএনএনের রিপোর্টে বলা হয়।
আজ সকালে বাইডেন ডেলাওয়্যারে বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটান। তাঁর এক কর্মকর্তা সিএনএনকে বলেন, আজ রাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন তিনি। নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করলেন বাইডেন।
শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৭৩টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট পার্টির প্রার্থী জো বাইডেন।
বর্তমান ফল অনুয়ায়ী ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
ইতিহাসে ঢুকে গেলেন কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। শুধু তাই নয়, প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
তথ্যঃ সংগ্রহীত