সুব্রত চৌধুরী, হ-বাংলা নিউজ, আটলান্টিক সিটি : যুক্তরাষট্রের নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়ের সংবাদে উল্লসিত হয়েছেন আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশীরা । ইলেকটোরাল ভোটে জো বাইডেন জয়ী হওয়ার সংবাদ পেয়েই তাঁরা উল্লাসে মেতে ওঠেন।
বিগত ক’দিন পেন্ডুলামের মতো দুলছিল যুক্তরাষট্রের প্রেসিডেনট নির্বাচনের ফলাফল, আর তার সাথে তাল মিলিয়ে উওেজনার পারদ ওঠানামা করছিল প্রবাসীদের মনোজগতে। আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইলেকটোরাল ভোটে জো বাইডেনের বিজয়ী হওয়ার সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে প্রবাসী বাংলাদেশীরা উল্লাসে মেতে ওঠেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বলেন, জো বাইডেনের বিজয়ে আমরা খুব খুশী,সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি এবং তাঁদের গতিশীল নেতৃত্বে যুক্তরাষট্র সুখ ও সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে এই শুভ কামনা করছি।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমেদ জানান, আটলান্টিক কাউন্টির প্রবাসী বাংলাদেশীদের মতো তাঁরাও জো বাইডেন ও কমলা হ্যারিসের বিজয়ে খুশি। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে যুক্তরাষট্র উন্নতির চূড়ানত শিখরে পৌঁছবে।তাঁরা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান।
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর সভাপতি শামসুল ইসলাম শাহজাহান জো বাইডেন এর বিজয়ে তাঁকে অভিনন্দিত করেন।তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে আগামীতে যে সরকার গঠিত হবে তা আগের চাইতে অনেক বেশি অভিবাসী বান্ধব হবে এবং বাংলাদেশের সাথে সম্পর্কও আরো বেশি জোরদার হবে।
বিএনপি অব নিউ জারসি ষ্টেট (দক্ষিন) এর সদস্য সচিব মো: দিদার জো বাইডেন এর বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আশা করেন তাঁর সুযোগ্য নেতৃত্বে আমেরিকানরা বিশ্বে তাদের হারানো গৌরব খুঁজে পাবে।
‘বাংলাদেশীস ফর বাইডেন’ নিউজারসি রাজ্যের পরিচালক ও আসাল নিউজারসি চ্যাপটার এর সভাপতি ফারুক হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিগত চার বছর পর্যন্ত আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম, আজ আমাদের অপেক্ষার অবসান হলো।ট্রামপের শাসনামলে বিভক্তির যে রাজনীতি চালু হয়েছিল তার অবসান হবে এবং অভিবাসীদের কল্যানে এই সরকার আরো বেশি আন্তরিক হবে – এটাই আশা করি।
কমিউনিটি এ্যকটিভিষট ও বীর মুক্তিযাদ্ধা জাহাংগীর হোসেন ভূঁইয়া জো বাইডেন এর বিজয়ে তাঁকে অভিনন্দিত করেন এবং আগামীতে তাঁর নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ও লেখক-সাংবাদিক
সুব্রত চৌধুরী জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব মানবতা ও সভ্যতার কল্যানে যুক্তরাষট্র আরো সক্রিয় এবং অগ্রনী ভূমিকা পালন করবে। এছাড়া তিনি আরো আশা প্রকাশ করেন,সমগ্র বিশ্বকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য করে তোলার ক্ষেএে যুক্তরাষট্র বিশ্বের অন্যান্য দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।