হ-বাংলা নিউজ : কানাডার টরেন্টো শহরে শহীদ মিনারের ভিত্তি-প্রস্তর স্থাপন করেন দেশটিতে অবস্থানরত বাঙ্গালিরা। গতকাল শনিবার, টরেন্টোর বাঙ্গালি অধ্যুষিত ড্যানফোর্থ ভিক্টোরিয়া পার্ক এলাকার নিকটবর্তী টেইলর ক্রিক পার্কে (ডজ রোড এবং ক্রিসেন্ট টাউন রোড সংযোগস্থলে) এই ভিত্তি-প্রস্তর স্থাপন করা হয়।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভিত্তি-প্রস্তর স্থাপন করেন টরোন্টোর মেয়র জন টরি। এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি ন্যাথানিয়াল আরস্কিন-স্মিথ, প্রাদেশিক এমপি ডলি বেগম, কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, কাউন্সিলর গ্যারি ক্রফোর্ড এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, আগামী বছর ২১শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠানিকভাবে এই শহীদ মিনার উদ্বোধন করা হবে।
অপর দিকে কানাডার আরেক প্রভিন্স ম্যানিটোবার রাজধানী উইনিপেগের কার্কব্রিজ পার্কে শহিদ মিনারের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।
আশা করা যাচ্ছে, কোটি টাকার বাজেটের এই শহীদ মিনার আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে বলে।
তথ্যঃ সংগ্রহীত