হ-বাংলা নিউজ : কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত উল্লেখ করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ‘প্রবাসে ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বন্ধু প্রতীম এ সম্পর্ককে আরও জোরদার করেছে এদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। তাদের নিয়ে আমরা অনেক গর্বিত, প্রবাসের মাটিতে তারাই আমাদের ব্যবসায়ী রাষ্ট্রদূত।’
কাতারের শিল্পাঞ্চল সানাইয়ায় বাংলাদেশি মালিকানাধীন গোল্ডেন মার্বেল কোম্পানির প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘কাতারে বাংলাদেশি জনশক্তি আমাদের জন্য একটি বড় দিক, পাশাপাশি বাংলাদেশি যারা কাতারে ব্যবসা করছে, তারা যে ভালো করছে তা আমরা আরও বেশি করে তুলে ধরবো। এতে করে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো দৃঢ় হবে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশেও বিনিয়োগ করতে হবে, প্রবাসে যেমন বিনিয়োগ করেছেন তেমনিভাবে বাংলাদেশেও বিনিয়োগ বাড়াতে হবে। ভবিষ্যতে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তারা যেন সহজে, কোনো প্রকার বাধাবিঘ্ন ছাড়াই বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন সে লক্ষে আমরা কাজ করে যাবো। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বাংলাদেশে প্রবাসী বিনিয়োগকারি ব্যবসায়িদের সহযোগিতা করবো।’
বাংলাদেশি মালিকানাধীন গোল্ডেন মার্বেল কোম্পানির প্রতিষ্ঠান পরিদর্শনের সময় রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের পলিটিকাল ও ইকোনমিক এ্যাফেয়ার্স কাউন্সিলর মাহবুর রহমান, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সিআইপি আলহাজ্ব জালাল আহমেদ ও কাতারি স্পন্সর আতিক আল কাদেরি আরও উপস্থিত ছিলেন, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিক হোসেন, খায়রুল আলম সাগর, কাতারস্থ ফরিদগঞ্জ এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ভূইয়া, মানিক পাটোয়ারী, জিএস মামুন, গাজী সেলিমসহ গোল্ডেন মার্বেল কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তথ্যঃ সংগ্রহীত