হ-বাংলা নিউজ : প্রস্তাবনা ১৫ পাশ হয়নি ক্যালিফোর্নিয়ায়। ফলে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রোপার্টি ট্যাক্স আর বাড়ছে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার নির্বাচন কমিশন জানায়, নতুন প্রস্তাবিত আইনের বিরুদ্ধে ‘না’ ভোট পড়েছে ৫২ শতাংশ। আর এই আইনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৮ শতাংশ৷
এর আগে ৩ নভেম্বর সাধারণ নির্বাচনের ব্যালটেই ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ প্রস্তাবনা ১৫ উত্থাপন করে। প্রস্তাবিত আইন অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান যতো বড় হবে, সেটার প্রোপার্টি ট্যাক্সও বাড়বে। মোট সম্পত্তির ‘কারেন্ট ভ্যালু (বাজার মূল্য)’ বিবেচনা করে ট্যাক্স নির্ধারণ করা হবে। বর্তমান আইনে ক্রয়মূল্য বিবেচনা করে ট্যাক্স নির্ধারণ করা হয়ে থাকে।
নির্বাচনের আগে আইনটি পাশ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী। এই প্রস্তাবনা পাশ করানোর প্রচারণায় প্রায় ২০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন এই দম্পত্তি। তবে ক্যালিফোর্নিয়াবাসীর ভোটে এই আইনটি পাশ করেনি।
প্রস্তাবিত আইন বাতিল হওয়া প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এল্যান জারেমবার্গ বলেন, ক্যালিফোর্নিয়াবাসী বুঝতে পেরেছে নতুন আইন পাশ হলে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং ভোক্তার উপর অবিচার করা হবে৷ অত্যন্ত বিবেচকের মতো রাজ্যের বাসিন্দারা ক্যালিফোর্নিয়ার ভবিষ্যৎ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে৷
তথ্যঃ সংগ্রহীত