হ-বাংলা নিউজ : জর্জিয়ায় পুনরায় গণণা করা হবে নির্বাচনের সকল ভোট। ৩ নভেম্বর নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের মধ্যকার ভোটের ব্যবধান অত্যন্ত কম হওয়ায় পুনরায় ভোট গণনা করার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া ইলেকশন কমিশন।
বুধবার (১১ নভেম্বর) জর্জিয়া ইলেকশন কমিশনের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইলেকশন কমিশনের কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে পুনরায় ভোট গণনার কার্যক্রম শুরু হবে। ব্যবধান অত্যন্ত কম হওয়ায় আবারো হ্যান্ড-বাই-হ্যান্ড গণনা করা হবে।
এদিকে, আলাস্কাতে সর্বশেষ জয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ৩টি ইলেক্টোরাল ভোটের সবগুলোই পেয়েছেন তিনি। ২০১৬ সালেও আলাস্কা জয় করেছিলেন ট্রাম্প।
এর আগে রিপাবলিকান শিবির জর্জিয়াসহ আরো তিন অঙ্গরাজ্যে ভোট কারচুপির আবেদন জানায়। সেগুলো খারিজ হলেও নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএস এটর্নি জেনারেল উইলিয়াম বার।
এদিকে, নির্বাচনের ফলাফল সুনিশ্চিত হলেও জো বাইডেনের জয় মেনে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনের ফলাফল নিশ্চিত করতে আইনী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান শিবির৷ এর প্রেক্ষিতেই পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া ইলেকশন কমিশন।
তথ্যঃ সংগ্রহীত