হ-বাংলা নিউজ : রাজধানীর বিভিন্ন জায়গায় আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা গেছে, রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা ও শাহজাহানপুরে দুপুর থেকে বিকাল পর্যন্ত সাতটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর মধ্যে বিকালে ভাটারার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে ভাটারার ঘটনাটি নিশ্চিত করেন।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের প্রথম সংবাদ পেয়েছি ১২টা ৩৫ মিনিটে। দুপুরে শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে, প্রেসক্লাবের সামনে, গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবগুলোই নির্বাপণ করা হয়েছে। কোনো হতাহতের সংবাদ আমরা পাইনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে রাজধানীর ছয়টি স্থানে একটি করে মোট ছয়টি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে প্রথম ঘটনা ঘটে শাহজাহানপুরে। এরপর কাঁটাবন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছে, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকা, বংশালের নয়াবাজার ও প্রেসক্লাবের কাছে বাসে আগুন দেওয়া হয়। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে।
এ বিষয়ে একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে।
নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে তাতে ‘যুবদলে’র কথা উঠে এসেছে।
আগুন দেওয়ার বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রাই চৌধুরীকে অবহিত করেন ফরিদা ইয়াসমিন পরিচয়ে এক নারী। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে ওই নামে একজনের নাম পাওয়া যায়।
ফোনালাপটি তুলে ধরা হলো:
ফরিদা: দাদা আদাব। আমি ফরিদা বলছি। পার্টি অফিসে তো আমি আটকা পড়েছিলাম এতক্ষণ। ওই যে গাড়ি পুড়াইছে ছেলেপেলে। ১১টার সময় আসছি প্রেস কনফারেন্সে, এখন তো এখানে আটকা পড়ে দেরি হয়ে গেলো।
নিতাই: গাড়ি পুড়াই ফেলছে?
ফরিদা: হ্যাঁ…হ্যাঁ…।
নিতাই: কোন জায়গা?
ফরিদা: এই যে পার্টি অফিসের সামনেই, স্টাফ গাড়ি পুড়াইছে। র্যাব, পুলিশ সব পুড়া পার্টি অফিস ঘেরাও দিয়ে রাখছে।
নিতাই: গাড়ি কোনটা পুড়াইছে?
ফরিদা: স্টাফ…পুলিশের স্টাফ গাড়ি থাকে না? ওগুলোর মধ্যে আগুন দিছে যুবদলের ছেলেরা।
নিতাই: কয়টা, কয়টা গাড়ি?
ফরিদা: পার্টি অফিসের সামনেই। একটা গাড়ি।
তথ্যঃ সংগ্রহীত