হ-বাংলা নিউজ : কুয়েতে প্রবাসী ক্রিকেট ক্লাব ‘খুলনা টাইটান্স’ তাদের নতুন সিজনাল জার্সি উন্মোচন করেছে।
বুধবার দেশটির মাহবুলা এলাকার এক রেঁস্তোরায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক মারুফ হোসেন।
তিনি বলেন, “কুয়েতে চলমান একটি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে আমাদের টিম এবং ওই দুটিতে জয়ও পেয়েছে।”
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব’ এর ম্যানেজার শেখ মনির আহমেদ, ম্যাচ অফিসিয়াল স্কোরার হাসান কামাল, অধিনায়ক রায়হান ও সহ অধিনায়ক হোসাইনসহ ক্লাবের খেলোয়াড়রা।
তথ্যঃ সংগ্রহীত