স্বীকৃতি বড়ুয়া, হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জনাব এম এইচ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে গত ১৭ই নভেম্বর মঙ্গলবার জুম কনফারেন্সের মাধ্যমে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়াঁ। শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর কোষাধ্যক্ষ জনাব এম এইচ মতিন এবং এই বছর করোনায় আক্রান্ত হয়ে নিহত সংগঠনের সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ, সহসভাপতি বীর্য মুক্তিযোদ্ধা মনির হোসেনের সহধর্মিণীসহ নিহত অন্যান্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি বীর্য মুক্তিযোদ্ধা মনির হোসেন।
আলোচনা সভায় বক্তারা জনাব এম এইচ মতিনের বঙ্গবন্ধুর আদর্শের প্রতি দৃঢ় বিশ্বাস, সততা ও নিষ্ঠার কথা উল্লেখ করেন। উল্লেখ্য গতবছরের ১২ই নভেম্বর নিউইয়র্কে মাউন্ট সাইনাই হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন জনাব এম এইচ মতিন। সভায় নেতৃবৃন্দ নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর ‘বিজয় দিবস’ পালন নিয়েও বিস্তারিত আলাপ করেন। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভুঁইয়া পলাশ, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ফিরোজ আহমদ ও নুরুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপ্ন, প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া