হ-বাংলা নিউজ : নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, তিনি মন্ত্রণালয়ের অবস্থার ‘উন্নতির’ জন্য কাজ করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন দুলাল।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
“বর্তমানে যে অবস্থায় আছে, তার থেকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।”
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মো. আবদুল্লাহ গত ১৩ জুন মারা যাওয়ার পর থেকে পদটি খালিই ছিল। জামালপুর-২ (ইসলামপুর) আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল এখন সেই দায়িত্ব পেলেন।
১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া ফরিদুল হক খান দুলাল এইএচএসি পর্যন্ত লেখাপড়া করে ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।