হ-বাংলা নিউজ : গত চার বছর হোয়াইট হাউস থেকেই নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় প্রতিদিন যুক্তরাষ্ট্রকে মাতিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমে গত চার বছরে এমন কম দিনই গেছে, যেদিন সংবাদের শিরোনামে ছিলেন না ট্রাম্প। এখন তাঁর ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পালা। তাই বিদায়ের করুণ আবহাওয়া বিরাজ করছে হোয়াইট হাউসে। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলেছে, গত দুই সপ্তাহ থেকে হোয়াইট হাউসে কোনো চাঞ্চল্য নেই। অনেকটাই শান্ত হয়ে পড়েছে ওয়েস্ট উইং নামে হোয়াইট হাউসের এলাকাটি।
প্রভাবশালী সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরেও নীরবতা বিরাজ করছে। থ্যাংকস গিভিং উপলক্ষে অনেক কর্মী প্রচার শিবির ছেড়ে গেছেন। এসব কর্মীরা জানেন, শিগগির তাঁদের অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে।
প্রেসিডেন্ট নির্বাচনের ফল বিপক্ষে যেতে শুরু করলে ট্রাম্পের নির্বাচনী প্রচার অফিস থেকে প্রেস ব্রিফিং কমতে শুরু করলেও ট্রাম্পের টুইট বার্তা অব্যাহত থাকে। তাঁর মুখপাত্র হয়ে ওঠেন আইনজীবী রুডি জুলিয়ানি। টুইট বার্তায় ট্রাম্প জানাতে থাকেন, নির্বাচনে তাঁর পরাজয় হয়নি। জালিয়াতি হয়েছে।
ট্রাম্পের প্রচার মুখপাত্র টিম মুর্তোফ বা বিল স্টিফেনকে এখন টুইটারেও অনুপস্থিত দেখা যাচ্ছে। সবাই ছেড়ে যাওয়ার পর অনেকটাই একা হয়ে পড়ছেন ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যেও কোনো চাঞ্চল্য নেই। প্রেস রুম থেকে পুরো ওয়েস্ট উইংয়ে বিরাজ করছে নীরবতা।
ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের বেসরকারি অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মোর বলেছেন, সব জানালা বন্ধ হয়ে পড়ছে। নিজেকে একা করে ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ভিত্তিকেও নড়বড়ে করে দিচ্ছেন।
পেনসিলভানিয়া রাজ্যের ভোট সার্টিফিকেশনের পর, ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) থেকে জো বাইডেনকে ট্রানজিশনে আমন্ত্রণ জানানোর পর ট্রাম্পের আর কিছু অবশিষ্ট নেই বলেই সবাই মনে করছেন। তবে ট্রাম্প এখনো এমনটা মনে করেন না। এ নিয়ে ২৩ নভেম্বর মধ্যরাতে করা এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, তাঁর জয় হবে। এখনো জয়ের আশা করছেন তিনি। নিজে আশা না করলেও গোঁড়া সমর্থকদের মধ্যে মিথ্যা আশা অন্তত ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।
রিপাবলিকান দলের জাতীয় কমিটির চেয়ারপারসন রনা ম্যাকডানিয়েল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনো লড়াই ছেড়ে দেবেন না। তবে সবকিছু যথাযথ নিয়মে পরিচালনার পথ বাধাগ্রস্ত করবেন না।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে পলিটিকো বলেছে, ট্রাম্প সবাইকে দেখাচ্ছেন লড়াই চালিয়ে যাচ্ছেন। যদিও তাঁর এক পা এখন দরজার বাইরে। আড়ালে নিজেকে গুছিয়ে নেওয়ার কাজও সারছেন তিনি। নিজের সমর্থকদের নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার কাজ এগিয়ে নিচ্ছেন। পরের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যও মনস্থির করছেন। পাশাপাশি ট্রাম্প ২০ জানুয়ারির পর নিজের মিডিয়া কোম্পানিতে বিনিয়োগ করবেন এমন কথাও বলা হচ্ছে।
এর মধ্যে ট্রাম্পের পরিবারের কেউ কেউ পুরোনো দিনের সুখকর স্মৃতি রোমন্থন শুরু করে দিয়েছেন। ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প তাঁর স্বামী জ্যারেড কুশনারসহ অন্যদের পুরোনো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, উৎসবের এ মৌসুমে পুরোনো ছবিগুলো হোয়াইট হাউসের নানা স্মৃতি মনে করিয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নানা কর্মকাণ্ড নিয়ে চলচিত্র হয়েছে। হোয়াইট হাউস নিয়েও নির্মিত হয়েছে অর্ধ শতাধিক সিনেমা ও টিভি সিরিজ। হোয়াইট হাউসের প্রশাসনিক এলাকা ওয়েস্ট উইং নামে পরিচিত। এ নামে বিখ্যাত টিভি সিরিয়াল জনপ্রিয় হয়ে উঠেছিল এনবিসি টিভিতে।
ডোনাল্ড ট্রাম্পের পুরো সময় নিয়ে সিনেমা হবে-টিভি সিরিয়াল হবে—এসবের শেষ দৃশ্যপট কেমন হবে তাঁর আগাম অনুমানের জন্য ২০ জানুয়ারি পর্যন্ত আপাতত অপেক্ষা করতে হবে।
তথ্যঃ সংগ্রহীত