হ-বাংলা নিউজ : নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে তিনটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন। নগরের ব্যবসা সহায়তা বিভাগের কমিশনার জোনাল ডোরিসের সঙ্গে আলোচনার মাধ্যমে ২৫ নভেম্বর এ সহায়তা প্রকল্প ঘোষণা করা হয়।
করোনাভাইরাসের তাণ্ডবে গত প্রায় আট মাস ধরে নিউইয়র্ক নগরজুড়ে আনুমানিক ৬০ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তাদের আর্থিক সহায়তা দিতে শর্তসাপেক্ষে নগর কর্তৃপক্ষ বেশ কয়েকটি উদ্যোগ নেয়, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বল্প সুদের ঋণ প্রকল্প ‘নিউইয়র্ক এলএমআই স্টোর ফ্রন্ট লোন’। এ ছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক এলাকায় সহায়তা গ্রান্ট প্রকল্পের অধীনে অনেক ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করা হয়।
মেয়র কার্যালয়ের ক্ষুদ্র ব্যবসা সহায়তাকারী বিভাগের ঘোষণা মোতাবেক উল্লেখিত ঋণের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই নিম্ন আয়কারী হিসেবে চিহ্নিত জিপ কোডে থাকতে হবে। এ ছাড়া এই ঋণের জন্য শুধু ২০১৮ সাল থেকে পরিচালনা করা প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ ৯৯ জন পর্যন্ত হতে পারবে।
তথ্যঃ সংগ্রহীত