হ-বাংলা নিউজ : বিজয় দিবসকে সামনে রেখে সুইজারল্যান্ড প্রবাসীদের পরিচালিত ‘বাংলা স্কুল, জুরিখ’ এর আয়োজনে ‘বিজয়-ফুল’ কর্মসূচি উদ্বোধন করেছেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান ও মিশনের ফার্স্ট সেক্রেটারি মাহবুবুর রহমান।
স্থানীয় সময় শনিবার বাংলা স্কুল জুরিখের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তারা এ কর্মসূচির উদ্বোধন করেন।
স্বাধীনতার পঞ্চাশতম বছরে পা রাখার ঠিক আগ মুহূর্তে সুইজারল্যান্ড প্রবাসে বাঙালি শিশুদের মধ্যে দেশের প্রতি মমত্ববোধ ও জাতীয়তা বোধের মনস্তাত্ত্বিক গড়নের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করেছে জুরিখের বাংলা স্কুল।
কাগজের তৈরি লাল-সবুজ ফুলের ব্যাজ তৈরি করে জামায় সেঁটে শিশুদের স্কুলে যাওয়ার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন দিয়ে সাজানো হয়েছে ‘বিজয় ফুল’ উৎসব।
রাষ্ট্রদূত হিসেবে সুইজারল্যান্ডে নিযুক্ত হওয়ার পরে প্রথমবারের মত প্রবাসীদের সাথে কোনও অনুষ্ঠানে মিলিত হলেন রাষ্ট্রদূত মোস্তাফিজ।
ধারাবাহিক কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, “বাংলা স্কুলের শিশুদের জন্য ভালোবাসা ও আন্তরিকতা বাংলা স্কুল জুরিখ। সুইজারল্যান্ডের জন্য গৌরব ও সম্মানের।”
তিনি আশ্বাস দেন করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে প্রতি বছরের মতো এবছরও বাংলা স্কুল জুরিখের ‘বই উৎসবে’ বই দেওয়া হবে। এর পাশাপাশি প্রবাসীদের প্রয়োজনে পাশে থাকবেন সবসময়।
রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান বলেন, “দূতাবাস থেকে এমনকি করোনা পরিস্থিতিতেও অনলাইনে বা ডাকযোগে সেবা দেওয়া ছাড়াও বিশেষ প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলা স্কুল জুরিখের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে জানানো হয় ধন্যবাদ এবং অভিনন্দন।
বাংলা স্কুলের শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা এবং স্কুলের পরিচালনা পরিষদ রাষ্টদূতের এই ভার্চুয়াল অনলাইন শুভেচ্ছা বক্তব্যে অনুপ্রাণিত ও উৎসাহিত হন।
বাংলা স্কুল জুরিখের শ্লোগান- ‘শেকড়ের টানে শিখি মাতৃভাষা।
তথ্যঃ সংগ্রহীত