হ-বাংলা নিউজ : ৯ ডিসেম্বর “আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ” দিবস।
যুক্তরাস্ট্রস্থ জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন আগামী ৯ ডিসেম্বর রাএি সাড়ে ৮ টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন উপলক্ষে জেনোসাইডে নিহতদের স্বরণ করবে।
অনুষ্ঠানে সময় মত অংশ গ্রহনের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
প্রধান অতিথী: বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।
বিশেষ অতিথি: বাংলাদেশ সরকারের নিউইয়কস্থ কনস্যাল জেনারেল সাদিয়া ফয়জুনেছা। ও
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী উপ-প্রতিনিধি ডঃ মনোয়ার হোসেন।
অনুষ্ঠানসূচী-
· উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সূচনা।
· আলোক শিখা ছড়িয়ে জেনোসাইডে নিহতদের স্বরণ।
· নিহতদের স্বরণে কবিতা পাঠ।
· সেমিনার ও আলোচনাঃ বিষয়- আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবসের তাৎপর্য ও একাওুরে বাঙ্গলী জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি।
ভার্চুয়াল অনুষ্ঠান zoom.com এর আইডি: 846 9464 8571 পাসওয়ার্ড: 298548
যোগাযোগঃ
জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাস্ট্র।
ফোনঃ ২১২-২০৩-৫৪৪৪; 646-961-8569