শাকিল মিয়া, হ-বাংলা নিউজ, হলিউড থেকে : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী সন্তান বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী তথা মুজিব সেনারা নিউইয়র্কের কনকনে শীত ও করোনা মহামারী উপেক্ষা করে এক বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাখাওয়াত বিশ্বাস, শেখ জামাল হোসেন, দরুদ মিয়া রনেল, নাফিকুর রহমান তুরান, জেড এ জয়, জাহাঙ্গির মিয়া, জাহিদ হাসান, মাহফুজুল হক হায়দার, আজিজুর রহমান খোকন, বিদ্যুৎ হোসেন, সাদেক শিবলী, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, আলামিন হোসেন, মাসুদ, আনিসুজ্জামান সবুজ, অতুল প্রসাদ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা যে কোন মূল্যে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাষ্কর্য প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে ভাষ্কর্য্য ভেঙ্গে ফেলার হুকুমদাতা হিসেবে বিখ্যাত রাজাকার পুত্র মামুনুল হককে গ্রেফতারের মাধ্যমে কঠোর শাস্তির জোর দাবী জানায় এবং বক্তারা বঙ্গবন্ধুর বিশ্বের সর্বোচ্চ ভাষ্কর্য্য নির্মানের জন্য আহ্বান জানায়।