স্বীকৃতি বড়ুয়া, হ-বাংলা নিউজ : এই বিজয়ের মাসে কুষ্টিয়ায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, কিন্তু এর পিছনে উস্কানিদাতা মুল হোতাদের কেন গ্রেফাতার করা হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৌলবাদীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আয়োজিত মুক্তিযুদ্ধের স্বপক্ষে সম্মিলিত প্রতিবাদ সভায় বক্তারা। গত ৫ ডিসেম্বর শনিবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬ঃ৩০ টায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীদের বিরুদ্ধে অনলাইন প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী এবং সভাটি সঞ্চালনা করেন স্বীকৃতি বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, অতীতে মৌলবাদীদের সাথে সমঝোতা করা হয়েছে বার বার, সমঝোতার ফলেই মৌলবাদীরা বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের সামনেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস দেখিয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের মাধ্যমে এই পাকিস্তানের প্রেতাত্মার বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। আমরা আর সমঝোতা চাই না, আমরা ধর্মনিরপেক্ষ স্বাধীন বাংলাদেশে এই মৌলবাদীদের উৎখাত চাই। এই মৌলবাদীদের বিরুদ্ধে সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাই।
সভায় বক্তারা আরও বলেন, যারা মসজিদ মাদ্রাসার মত পবিত্র স্থানে ছোট ছোট শিশুদের বলাৎকার করে, তাদের মুখে ইসলামের কথা মানায় না। বক্তারা এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানান। বক্তারা সংবিধানে ধর্ম ও ধর্মনিরপেক্ষতা নিয়ে সাংঘর্ষিক বিষয়গুলো রয়ে যাওয়াতেই বার বার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মনে করেন। তারা আরো বলেন, আসুন আমরা দেশে ও প্রবাসে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে নিয়ে মাঠে নামি, এই মৌলবাদীদের প্রতিহত করি, ধর্মের পবিত্রতা রক্ষা করি। দেশের সরকারী অনুদানে চলা সকল ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান অথবা সকল জেলা শহরের জিরো পয়েন্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করার দাবি জানান তারা।
সভায় বক্তব্য রাখেন ডঃ মন্সুর খান, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, শহীদের সন্তান কলামিস্ট ফাহিম রেজা নূর, রাফায়েত চৌধুরী, ডাক্তার আবুদল বাতেন,, শহীদের সন্তান কবি হাসান আল আবদুল্লাহ, কলামিস্ট শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, ডাক্তার ফেরদৌস খন্দকার, শেখ আতিকুল ইসলাম, গণজাগরণ মঞ্চের সংগঠক আল আমিন বাবু, গণজাগরণ মঞ্চের সংগঠক রওশন আরা নিপা, প্রমুখ।