নিজস্ব প্রতিনিধি, হ-বাংলা নিউজ, হলিউড থেকে : আজ ৯ই ডিসেম্বর বাংলাদেশী-আমেরিকান প্রেসক্লাব অব ক্যালিফোর্নিয়ার (BAPCOC) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এই বার্ষিকী উপলক্ষে যে বা যারা বিবৃতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই, তবে বাংলাদেশী-আমেরিকান প্রেসক্লাব অব ক্যালিফোর্নিয়ার কার্যকরিতা বর্তমানে স্থবির হয়ে আছে, কার্যকরী কমিটির সবাই যে যার মত ব্যক্তিগতভাবে অথবা অন্যকোন ভাবে তাদের বিবৃতি, লেখা গঠনমূলক মতামত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন।
কার্যকরী কমিটির যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই নিষ্ক্রিয় আছেন। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে বিশেষ করে আশরাফ আহমেদ মিলন (সম্মানিত উপদেষ্টা) আমাদের মাঝে আজকে নেই তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন তাকে আমরা অনেক মিস করি, তাঁর আত্মার মাগফিরাত এবং পরকালের সুখ শান্তি কামনা করি।
আশা করি আগামীতে আমরা নতুন কার্যকরী কমিটি করে বাংলাদেশী-আমেরিকান প্রেস ক্লাবের কার্যক্রম শুরু করতে পারব। যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এটাই আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ভাবে কামনা করি আজকের এই তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে । সবাইকে অনেক ধন্যবাদ। আতাউল ইসলাম খান প্রচার সম্পাদক বাংলাদেশী-আমেরিকান প্রেসক্লাব অব ক্যালিফোর্নিয়া