এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ডেলওয়ারে কেন্দ্রীয় কৌঁসুলিরাই তদন্তটি পরিচালনা করছেন এবং হান্টার তদন্তকে ‘গুরুত্ব’ সহকারে নেওয়ার কথা জানিয়েছেন।
হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন।
‘নিরপেক্ষ পর্যালোচনা’ হলে তিনি যে ‘যথাযথ ও আইনিভাবে’ কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা প্রমাণিত হবে বলেও আত্মবিশ্বাসী বাইডেনের ৫০ বছর বয়সী এ পুত্র।
যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রানজিশন টিম জানিয়েছে, বাইডেন তার সন্তানকে নিয়ে ‘খুবই গর্বিত’।
“সাম্প্রতিক মাসগুলোতে কুৎসিত ব্যক্তিগত আক্রমণসহ কঠিনসব চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করেছেন হান্টার; এগুলো তাকে আরও শক্তিশালী হিসেবে হাজির করেছে,” ট্রানজিশন টিমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
তার কর সংক্রান্ত তদন্তের বিষয়টি মঙ্গলবার জানতে পেরেছেন বলে হান্টার জানিয়েছেন। এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
বারাক ওবামা প্রশাসনে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেসময় ইউক্রেইন ও চীনে হান্টারের ব্যবসায়িক কার্যক্রম ছিল; তা নিয়ে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় রিপাবলিকানরা ধারাবাহিকভাবে প্রশ্ন তুলেছিল।
গত বছরের ডিসেম্বরে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে ডনাল্ড ট্রাম্প অভিশংসিত হয়েছিলেন ক্ষমতার অপব্যবহার এবং বাইডেন ও হান্টারকে নিয়ে তদন্তে ইউক্রেইনকে চাপ দেওয়া প্রসঙ্গে কংগ্রেসের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে; পরে ফেব্রুয়ারিতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে খালাস পান তিনি।
বিবিসি লিখেছে, এমন এক সময়ে হান্টারের কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে যখন তার বাবা নতুন প্রশাসনের মন্ত্রিসভা সাজাচ্ছেন।
এ তদন্ত যদি আগামী মাসের ২০ তারিখের পরও চলে তাহলে বাইডেনের বেছে নেওয়া অ্যাটর্নি জেনারেল তদন্তটির দেখভাল করতে পারবেন।
তথ্যঃ সংগ্রহীত
সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু, CEO & Publisher: Syed Abed Nipu
হলিউড বাংলা নিউজ – হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com, Hollywood , California, USA, Phone : (562) 688-1911
সম্পাদক: খায়রুজ্জামান মামুন
Editor: Kheiruz Zaman Mamun
ব্যাবস্থাপনা পরিচালক: মো: শফিউল আলম
Managing Director: Md Safiul Alam Topu
Copyright © 2020 Hollywood Bangla News. All rights reserved. Developed by W3 Techniques
Copyright © 2020 Hollywood Bangla News. All rights reserved. Developed by W3 Techniques