হ-বাংলা নিউজ : নিউইয়র্ক-ভিত্তিক বিশ্বের অন্যতম প্রভাবশালী ‘টাইম ম্যাগাজিনের’ পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার রানিংমেট ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, তাদের নির্বাচিত করার কারণ জানিয়ে টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, যুক্তরাষ্ট্রের গল্প বদলে দেয়া, সহানুভূতির শক্তি যে বিভাজনের রোষানলের চেয়ে অনেক বড় সেটা দেখানো এবং বেদনাক্রান্ত একটি বিশ্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিস।সে জন্যই তাদের ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করা হয়েছে, যোগ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন বাইডেন ও কামালা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হন কমলা হ্যারিস। অন্যদিকে, বাণিজ্যে ভূমিকার জন্য বিজনেস পার্সন অব দ্য ইয়ার হিসেবে জুম-এর সিইও এরিক ই্উয়ানকে, গার্ডিয়ান অব দ্য ইয়ার হিসেবে ডা. অ্যান্থনি ফাউচিসহ মোট তিনজনকে নির্বাচিত করা হয়েছে।
১৯২৭ সাল থেকে প্রতিবছর ডিসেম্বরে সমাজে সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানিত করে আসছে ম্যাগাজিনটি। এরআগে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।প্রতি বছর ডিসেম্বরে ‘টাইম ম্যাগাজিন’ তাদের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত করে থাকে। এক্ষেত্রে প্রথমে পাঠকের ভোটে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সেখান থেকে জুরি বোর্ডের সদস্যরা সেরা নির্বাচিত করেন।
তথ্যঃ সংগ্রহীত