হ-বাংলা নিউজ : মেধার অনন্য সাক্ষর রেখে আলোচনায় এসেছেন বাংলাদেশি মার্কিন রিয়াজ ওয়াসিফ রহমান। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ব্যাচেলর অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২০২০ সালের সর্বোচ্চ মেধা স্কোর ‘Summa Cum Laude’ অর্জন করেছেন। ৫ ডিসেম্বর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ডাকযোগে রিয়াজ ওয়াসিফের বাসস্থান ওজোন পার্কে এই বিশেষ অর্জনের সনদ পাঠিয়েছে।
উল্লেখ্য, রিয়াজ ওয়াসিফ ইতিপূর্বে ২০১৯ সালে আমেরিকান কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স নিউইয়র্ক (এসিইসিএনওয়াই) ও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির যৌথভাবে প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার লাভ করেন। রিয়াজ ওয়াসিফ ২০১৫ সালে নিউইয়র্ক এনএএসিপি আয়োজিত এসিটি এসও বিজ্ঞান মেলায় স্বর্ণপদক জয় করে একই বছর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় আয়োজিত ৫০ অঙ্গরাজ্যের স্বর্ণপদক বিজয়ীদের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন। সেখানেও সেরা তিনে থেকে জাতীয় পদক জয় করেন রিয়াজ। রিয়াজ ওয়াসিফ রহমানের বাবা ওয়াহিদুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মা দিলারা রুনা ঢাকার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের সাবেক শিক্ষক।
তথ্যঃ সংগ্রহীত