হ-বাংলা নিউজ : আর্জেন্টিনায় বিক্ষোভের মধ্যেই পাস হলো গর্ভপাত বিল। গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষে ভোটাভুটির পর ১৩১-১১৭ ভোটে বিলটি পাস হয়। তবে বিলটির এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। ৱ
চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটের উচ্চকক্ষে এই বিলটি তোলা হবে। সেখানে পাস হলে এটি আইনে পরিণত হবে। তখন যে কেউ চাইলে স্বেচ্ছায় গর্ভপাত করাতে পারবেন।
আইনে বলা হয়েছে, গর্ভধারণের ১৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত ঘটাতে পারবেন। কিন্তু বর্তমানে ধর্ষণ বা স্বাস্থ্যঝুঁকি ছাড়া কেউ গর্ভপাত ঘটালে শাস্তির বিধান রয়েছে। এই বিলের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে লাতিন আমেরিকার দেশটিতে।
দেশটির বিক্ষোভকারীদের দাবি, গর্ভপাত একটি হত্যাকাণ্ড। জানা যায়, ১৯৮৩ সাল থেকে অনিরাপদ গর্ভপাতের কারণে দেশটিতে কয়েক হাজার নারীর মৃত্যু হয়েছে।
তথ্যঃ সংগ্রহীত