হ-বাংলা নিউজ : ওমানস্থ নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওমান শাখার নেতৃবৃন্দ। এসময় তারা ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ওমানস্থ প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত মিজানুর রহমান নেতৃবৃন্দকে রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওমান যুবলীগের আহ্বায়ক এম তৌহিদুল আলম তৌহিদের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক সাদেক হাসান, মোহাম্মাদ মনির উদ্দিন খাঁন, ওমর ফারুক, হাজী নাজিম উদ্দীন জয়, রিয়াজ উদ্দিন সাদ্দাম হোসেন প্রমূখ।
তথ্যঃ সংগ্রহীত