সাঈদ জোবায়ের আলী, হ-বাংলা নিউজ : ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস মুফতি সৈয়দ আমীমুল ইহসান সাহেব (রহঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ১২ই ডিসেম্বর শনিবার, মাহফিলের আয়োজনে ছিল আনজুমানে আল-ইসলাহ ইউএসএ, এতে প্রধান অতিথি ছিলেন মুর্শিদে বরহক, উস্তাযুল ওলামা, ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা সপ্রিমকো্রট মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী । ভারচুয়্যাল এ মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্ট্যান্ডিং কমিটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিক, সঞ্চালনায় ছিলেন আল-ইসলাহ স্ট্যান্ডিং কমিটির সাধারণ সম্পাদক ও নিউজার্সি শাহজালাল-লতিফিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুন নুর, অংশগ্রহণ করেন দেশ ও প্রবাসের অনেক বিজ্ঞ উলামায়ে কেরামগন, প্রধান অতিথির বক্তব্যে আল্লামা বড় সাহেব ক্বিবলাহ ফুলতলী বলেন, আমরা আজ যার কর্মজীবন নিয়ে আলোচনা করছি , তিনি হচ্ছেন সেই সময়ের একজন স্রেষ্ট বুজুর্গ, স্রেষ্ট ক্বারি, স্রেষ্ট মুহাদ্দিস, মুফতি মাওলানা সৈয়দ আমিমুল ইহসান (রহঃ)। তিনি বলেন আমার সুভাগ্য হয়েছিল তিনির কাছে অধ্যায়ন করার, তাঁর লিখা শতাধিক বই প্রকাশিত হয়েছে, আরও অনেক বই লিখা রয়েছে যা এখনও ছাপা হয়নি, তাঁর জীবন ও কর্মের এমন একটি মহতি মাহফিলের আয়োজন করায় আনজুমানে আল-ইসলাহ ইউএসএ এর প্রশংসা করেন, সাথে সাথে ফুলতলি সাহেব বাড়ীতেও মুফতি আল্লামা আমিমুল ইহসান (রহঃ) স্মরণে দরছে হাদিস ও দোয়া মাহফিল চলছে বলে জানাযায়, বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন , আজ এমন একটি অনুষ্টান করায় আমাদের জানার সুযোগ হয়েছে জামানার স্রেষ্ট মুহাদ্দিস আল্লামা আমিমুল ইহসান সাহেব সম্পর্কে , তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ মাহফিল জারী রাখার গুরুত্বারোপ করেন। এছাড়া আমীমুল ইহসান সাহেবের জীবনী বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য রাখেন মাতিউরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলীম, আলেোচনা করে শায়খুল হাদীস মাওলানা মইন উদ্দিন, মাওলানা কুতুবুজ্জামা্ প্রমুখ মাহফিলের শুরুতে কালামে পাক থেকে তেলাওত করেন নিউইয়র্মাক আলহিকমা ইসলামিক সেন্টারের খুতীব মাওলানা সাব্বির আহমদ, নাতে রাছুল পাঠ করেন প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসের খতীব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী । মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ক্বিবলাহ ফুলতলী্র মো্নাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয় ।