হ-বাংলা নিউজ : থাইল্যান্ডের সোনজক্লা প্রদেশে চীনের সহায়তায় অত্যাধুনিক শিল্পাঞ্চল এলাকা তৈরির পরিকল্পনা করেছে থাই সরকার। এজন্য বিলিয়ন ডলারের আর্থিক সহয়তা দেবে চীন। কিন্তু এর জন্য জমি অধিগ্রহণ ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রদেশটির সানা জেলার বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাইল্যান্ড সরকারের ওই পরিকল্পনার ফলে সানা জেলার ছয় হাজার ৬০০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে। ফলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে। সেই সঙ্গে ঘটবে পরিবেশ বিপর্যয়।
গত বৃহস্পতিবার রাজধানী ব্যাংককে প্রদেশটির কয়েক ডজন বাসিন্দা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা’র কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা সেখানে তাবু টানিয়ে রাত্রি যাপন করেন।
বিক্ষোভকারীরা ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত ওই পরিকল্পনা বাতিলের ঘোষণা না আসবে ততক্ষণ তারা সেখান থেকে যাবে না। চানা রাক টিন নেটওয়ার্কের (চানা হোমটাউন লাভার’স নেটওয়ার্ক) নেতা সোমবুন খামাহেং বলেছেন, পরিবেশ বিপর্যয় করে এই শিল্পাঞ্চল তৈরির পরিকল্পনার প্রতিবাদে ৫০ জন স্থানীয় বাসিন্দা রাজধানী ব্যাংককে প্রতিবাদ জানিয়েছেন।