সুব্রত চৌধুরী, হ-বাংলা নিউজ : আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর, মংগলবার আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘খাবার বিতরন’ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।ঐদিন আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আটলান্টিক সিটির অধিবাসীদের মাঝে গরম খাবার বিতরন করা হবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ,সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা খাবার বিতরন কর্মসূচী সম্পর্কে বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, আনন্দ উৎসবের মাস।কিন্তু করোনার ভয়াল থাবায় এই উৎসবের রং ফিকে হয়ে গেছে।দহনকালে গরীব দু:খীদের মনে খুশির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃনদ আটলান্টিক সিটির অধিবাসীদেরকে ‘খাবার বিতরন’ কর্মসূচীতে অংশগ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে করোনাকালে খাবার বিতরন কর্মসূচীর আয়োজন কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।