হ-বাংলা নিউজ : ইলেক্টোরাল কলেজের ভোটে জো বাইডেনের প্রেসিডেন্ট পদ নিশ্চিত হওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে বলেন,গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত হলো। রক্ষা পেলো আমাদের গণতন্ত্র।
তিনি জনগণকে একাত্মতার ডাক দেবার সঙ্গে সঙ্গে, প্রথমবারের মতো কঠোর ভাষায় নির্বাচনের ফলাফলকে বানচাল করে দিতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর মিত্রদের নিন্দা জানান। তিনি বলেন,এদেশে গণতন্ত্র আছে, তা থাকবেও। সকল জনগণের প্রতি আমি আমার দায়িত্ব পালন করে যাবো, যারা আমাকে ভোট দিয়েছেন বা দেন নি,সবার প্রতি।
তিনি আরো বলেন,এই মহামারীর অবসান হবে, আমরা সবাই মিলে আমাদের অর্থনীতি আবার ফিরিয়ে আনবো। করোনা সংক্রমণে আমরা ৩ লক্ষ জীবন হারিয়েছি, যা আমাদের অন্তরে এক কালো ক্ষতের সৃষ্টি করেছে। তবে আমাদের এগিয়ে যেতে হবে। আসুন সবাই মিলে আমরা জাতি হিসাবে এক ঐক্যের এবং নুতন এক সম্ভাবনার দেশ গড়ে তুলি।
তিনি ট্রাম্প এবং তার মিত্রদের উদ্দেশ্য করে বলেন,ক্ষমতার অপব্যবহার করেও তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে বন্ধ করতে পারে নি। বিশ্বাসের ভিত্তিতে জনগণ ভোট দিয়েছেন, নির্বাচনে আমাদের সততা অটুট থেকেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিভ্রান্তির চেষ্টা করেছেন, নানা অভিযোগও তুলেছেন, তবে আমেরিকানরা কোন ভুল রায় দেন নি।
তথ্যঃ সংগ্রহীত