হ-বাংলা নিউজ, হলিউড থেকে : বিজয় এর মাসে মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার বিজয় বহর ইউএসএ এর তত্বাবধানে স্হানীয় লসএন্জেলেসের স্যাটো রিক্রিয়েশন এর আসে পাশে দুস্থদের মাঝে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, বেবিওয়াইপ, টয়লেট টিসু এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কভিড ১৯ এর কারনে অসহায়দের পাশে থেকে কাজ করার মানুষ্যে বিজয় বহর এর বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসাবে এ কর্মসূচী পরিচালিত হয়। বিশ্বব্যাপি মহামারির কারনে কর্মসূচীকে প্রশাসনের নির্দেশ ক্রমে সল্প সংখকের উপস্হিতিতে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পুর্ণ স্বাস্হ্য বিধি মেনে সফল ও সুন্দর ভাবে সম্পন্য করার জন্য বাংলার বিজয় বহর এর পক্ষ্য থেকে উপস্হিত সকলক ধন্যবাদ জানানো হয়।
সংগঠনের পক্ষ্য থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে করনায় মৃতদের মাগফিরাত কামনা করা হয় এবং সকলকে সতর্কতার সহিত স্বাস্হ্য বিধি মেনে চলা চল করতে আহ্ববান জানানো হয়। উদ্যোগতারা এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখার আশা ব্যাক্ত করে, বাংলাদেশী কমিউনিটিসহ যদি কারো কোন সাহায্যের প্রয়োজন দেখা দেয় তবে বিজয় বহর ইউএসএ এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে আহবান করেন। বিজয় বহর তাদের সামর্থ নিয়ে তাদের পাশে থাকবে ইনশা আল্লাহ।
কর্মসূচীর প্রথমেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্বে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করা হয়।দেশের স্বাধীনতা অর্জনে সকল রাজনৈতিক নেতা, মা বোনদের ত্যাগ এবং রনাঙ্গনের বীর সেনানী সহ স্বধীনতার ঘোষক এর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে দোয়া করা হয়।
কর্মসূচীতে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্হিত ছিলেন, নির্বাচিত নেবারহুড কাউন্সিলার এ্যানা জাসটিস (ট্রেজারার), এলিসা আভালোস (প্রসিডেন্ট), ড্যানিয়েল ভেনেনসিয়া (আউটরীচ চ্যেয়ার)।
বাংলার বিজয়বহর এর কর্মকর্তাদের মধ্যে উপস্হিত ছিলেন প্রসিডেন্ট জনাব ড: জয়নুল আবেদীন, আহ্ববায়ক জনাব মিখাইল খান রাসেল, চেয়ারম্যান জনাব আব্দুল বাছেত, কোচেয়ারম্যান জনাব এম ওয়াহিদ রহমান,সাধারন সম্পাদক জনাব খলিলুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক এলেন ইলিয়াস খান, জনাব মনিরুজ্জামান মনির।
কভিড ১৯ এর কারনে অনুস্ঠানে উপস্হিতির সীমাবদ্ধতা থাকায় অনুস্ঠানে না থেকেও সার্বক্ষনিক সম্ননয় রেখে সহযোগিতা করেছেন সাবেক চেয়ারম্যান জনাব সাঈদ কুতুবী,সাধারন সম্পাদক জনাব ইসমাইল হোসেন, জনাব মুজিব সিদ্দিকী, জনাব মিঠুন চৌধুরী , জনাব সুমন বড়ুয়া এবং আরো অনেকে।