হ-বাংলা নিউজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী রিপাবলিকান সদস্য, সিনেটর মিচ ম্যাককনেল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। গত সোমবার দ্বিতীয় ধাপে যুক্তরাষ্টের ইলেক্টোরাল কলেজের ভোটে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণার পরই নিরবতা ভাঙলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ টি ইলেক্টোরাল কলেজের ভোট পেয়েছেন। অপরদিকে রিপাবলিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি।
আনুষ্ঠানিকভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হলেও আগের অবস্থানেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ভোট জালিয়াতির ব্যাপক অভিযোগ থেকে সরে আসেননি তিনি।
এদিকে ট্রাম্পের শীর্ষ সহযোগী মিচ ম্যাককনেল বলেন, ‘৩ নভেম্বরের পর থেকে আমি ভিন্ন রকম ফলাফলের আশায় ছিলাম। তবে যেহেতু ইলেক্টোরাল কলেজ রায় দিয়েছেন, তাই আজকে আমি প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাচ্ছি।’
রিপাবলিকান দলের অন্যতম এ নেতা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘প্রত্যেক আমেরিকানের গর্ব করা উচিত এ কারণে যে, দেশে প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’
তথ্যঃ সংগ্রহীত