হ-বাংলা নিউজ : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি নির্বাসনকেন্দ্রে কয়েকশ’ অভিবাসীর ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। নির্যাতনের মুখে ইতিমধ্যে নির্বাসনকেন্দ্রটিতে বেশ কয়েকজন মারাও গেছেন। মঙ্গলবার উদ্বেগজনক এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
এইচআরডব্লিউ এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাসনকেন্দ্রটিতে বন্দিদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। এছাড়াও রয়েছেন আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিকও। মূলত বসবাসের বৈধ কাগজপত্র না থাকার কারণেই তাদের গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাসনকেন্দ্রটিতে নেই পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা। এক জায়গায় বহু মানুষ গাদাগাদি করে রাখায় চরম ঝুঁকি রয়েছে করোনা ভাইরাাস সংক্রমণের।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ঘরে সারিবদ্ধভাবে কয়েক ডজন বন্দি গাদাগাদি করে শুয়ে রয়েছেন। বাথরুমের পাশে ময়লার সামনেও শুয়ে থাকতে দেখা গেছে অনেককে। সৌদি আরবের পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনের বিষয়ে এখনো কিছু বলা হয়নি।
তথ্যঃ সংগ্রহীত